শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

নীলফামারী জেলায় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামে তেতুলতলা রেলঘুণ্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেরার চওড়াবড়গাছা আরাজিদলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০), একই গ্রামের সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিল এবং সম্পর্কে কাকাতো ভাই।

স্থানীয়রা জানান, আজ ভোরে দুই ভাই একটি মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে তেতুলতলা নামক অরক্ষিত ওই রেলক্রসিংটি পার হওয়ার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় (৪৩) বলেন, ‘আমার কাকাতো ভাইয়ের সঙ্গে কাজে যাওয়ার উদ্দেশ্য দুজনেই ভোরে বাড়ি থেকে বের হয়। এরপর ট্রেনে কাটা পড়ার খবর পাই। তারা যে মোটরসাইকেলটিতে ছিল সেটির ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী স্টেশন পর্যন্ত নিয়ে গেছে বলে লোকমুখে শুনেছি’।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোপাল রায় বলেন,‘আমি যতটুকু জানতে পারলাম তারা কাজের উদ্দেশে বের হয়েছিল। এই ক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে।

ক্রসিং এর দুই পার্শ্বে দোকান হাওয়ায় কিছু দেখা যায় না, গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নীলফামারী রেলস্টেশন মাস্টার মিন্টু রায় বলে,‘ স্টেশনের অদূরে সকাল সাতটা ৩৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। স্টেশনে ট্রেনটি পৌঁছার পর মোটরসাইকেলটির ইঞ্জিনটি ট্রেন থেকে অপসারণ করা হয়’।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘দুর্ঘটনার পর আমরা মরদেহ উদ্ধার করেছি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

brs@admin

পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই : ধর্ম উপদেষ্টা

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

brs@admin

নতুন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে

News Desk

লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

brs@admin

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: ঢামেক পরিচালক

News Desk
Translate »