শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করাসহ ৩ দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এদিকে শাহবাগ মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, জাতীয় জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান করছেন। শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখী সড়কে একটি জলকামান ও দুইটি এপিসি রাখা হয়েছে৷

এর আগে গতকালও এক ঘণ্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করেছিল তারা। পরে অবরোধ তুলে নিয়ে গতকাল থেকে জাদুঘরের সামনে অবস্থান করছেন।

তাদের দাবি সমূহ হলো :

১) পিলখানাসহ সারাদেশের বিডিআর ইউনিটসমূহে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচসহ) সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২) পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে এমন সব বিধিনিষেধ বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে।

৩) ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্রপ্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নামটি পুনঃস্থাপন করতে হবে।

বিআরএসটি/ এসএস

Related posts

নির্বাচনবিরোধীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

News Desk

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : নাহিদ ইসলাম

News Desk

হাসনাতের পোস্টের জবাবে দুদক’র বিবৃতি

brs@admin

চুক্তি না করলে আরও নির্মম হামলা হবে ইরানে : ট্রাম্প

brs@admin

‘গহীন অতল’ ওয়েব সিনেমায় মৌ

News Desk

ভারতে সেতু ধসে প্রাণহানিতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »