26.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সাবেক সিইসিসহ আ. লীগের ৮ জনকে গ্রেপ্তারের কথা জানালো ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আটজনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (৭৯), মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন (৪৬), (৬২), ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), লালবাগ থানা ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩), আওয়ামী লীগের ৯২ নং ওয়ার্ডের সহ-দপ্তর সম্পাদক জাকির হোসেন আলীসহ (৬১) আরও একজন।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার (২২ জুন) রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানা এলাকায় কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁওয়ের মনিপুরীপাড়া থেকে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ জোন।

অন্যদিকে, শনিরআখড়া থেকে তরিকুল ইসলাম, নবাবগঞ্জ থেকে সাবিনা আক্তার, কলাবাগান থেকে আব্দুল ওহায়াব, মিরপুর থেকে মেহেদী হাসান বাবু এবং পল্লবী থেকে জাকির হোসেন আলীকে আটক করে ডিবির বিভিন্ন ইউনিট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

brs@admin

অপপ্রচারের নিন্দা জানালো ছাত্রশিবির

News Desk

মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায় : ফখরুল

News Desk

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

News Desk

যুক্তরাষ্ট্র আর বিশ্বনেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী: সুইস বিশেষজ্ঞ

brs@admin
Translate »