28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুটি দ্বিতীয়বারের মতো বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে কিছুক্ষণ এগোনোর পড়ে অবশেষে বাল্কহেডটিও নদীতে ডুবে যায়। সোমবার (২৩ জুন) সকালে উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২ অক্টোবর সেতুটি আরেকবার বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছিল।

স্থানীয় ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে জনসাধারণের হাঁটাচলার জন্য নদীর উপর একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল। গতবছরের ২ অক্টোবর একটি বালুভর্তি বাল্কহেড ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সাথে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পরে। এদিকে একই ফুটওভার সেতুটিতে সোমবার সকালে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে বাল্কহেডে পড়ে যায়। পরে সেতুটির ভাঙা অংশসহ বাল্কহেডটি কিছুদূর এগিয়ে পাড়ে ভিড়ানোর সময়ে বাল্কহেডটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।

সাগর হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এই সেতুটির জন্য দুপারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলো। মানুষ ট্রলারে করে নদী পাড় হয়। হাঁটাচলার জন্য একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিলো। সেটিও আজ সকালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। তবে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা চাই অতি দ্রুত এসকল দুর্ঘটনা এড়াতে নতুন সেতুটির কাজ শেষ করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে রয়েছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির, স্কুল বদলেছেন ১২টি

News Desk

ডাকসু নির্বাচন : ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

News Desk

পাঠ্যপুস্তকে ভুল সংশোধন: শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

brs@admin

১৩৩টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী

brs@admin

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

News Desk

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

News Desk
Translate »