শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেস আরও ১০ জন। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার এবং ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারের এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি ওড়াকান্দি যাচ্ছিলেন বৃদ্ধ সরোয়ার খা। এ সময় টুকু বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড় পার হতে গেলে হাসান ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স এবং পরে ঢাকায় নেওয়ার পথে মারা তিনি যান। এ ঘটনায় এলাকাবাসী আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।  
অপরদিকে, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।
অন্যদিকে, একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের হেলপার ঘটনাস্থলে মারা যান এবং অপর ১০ জন আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।
নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামের সরোয়ার খা (৭০), কাশিয়ানী উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) এবং সোহাগ পরিবহনের হেলপার খুলনার দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে শাওন শেখ (৩০)।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে : প্রধান উপদেষ্টা

brs@admin

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

brs@admin

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

News Desk

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

brs@admin
Translate »