রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

নতুন শুরুর প্রত্যাশায় শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের ব্যাটিংয়েও নড়বড়ে শুরু করে বাংলাদেশ। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে সেই পুরোনো ব্যাটিং ধসের শঙ্কা জাগে। সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে সামনে টেনে চলেছেন সফরকারীদের। দু’জনেই ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন। চা বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে। এরপর মুশফিক-শান্ত মিলে গড়েছেন ১৩৭ রানের দারুণ এক জুটি। বিরতিতে যাওয়ার আগে শান্ত ১৪৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৭০ এবং মুশফিক ১১১ বলে ৪টি চারে ৬৬ রানে অপরাজিত আছেন। 
অনেকটা ফ্ল্যাট উইকেটেও শুরুতে অভিষিক্ত বোলার থারিন্দু রত্ননায়েকের বলে বাংলাদেশের দুই ব্যাটার সাদমান ইসলাম ও মুমিনুল হক স্লিপে ক্যাচ দেন। আরেক ব্যাটার এনামুল হক বিজয় পেসার আসিথা ফার্নান্দোর বলে এজ হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা কুশল মেন্ডিসের হাতে। ১০ বলেও রানের খাতা খুলতে না পারা বিজয়ের উইকেট দিয়ে শুরুটা হয় টাইগারদের। দলীয় মাত্র ৫ রানেই তারা প্রথম উইকেট হারায়।
সাদমান ও মুমিনুল দেখেশুনে খেলতে থাকলেও পা হড়কান থারিন্দুর লেংথে ফেলা বলে। এই জুটিতে ৩৪ রান পায় বাংলাদেশ। মুমিনুল ২৯ এবং সাদমান ১৪ রান করেছেন। এমতাবস্থায় বাংলাদেশকে বিপদ থেকে টেনে তুলতে কার্যকর জুটি প্রয়োজন ছিল। সেই চাহিদাই পূরণ করেছেন শান্ত-মুশফিক। ফলে প্রথম সেশনে ২৮ ওভারে ৩ উইকেটেই ৯০ রান তোলে বাংলাদেশ। এরপর চা বিরতিতে যাওয়ার আগে তারা ৩০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৯২ রান যোগ করেন।
শান্ত নিজের ষষ্ঠ টেস্ট ফিফটি পূর্ণ করেছেন ৪৮তম ওভারে। এর মাঝেই মুশফিকের সঙ্গে তিনি জুটিকে ম্যাজিক ফিগারে পরিণত করেন। পরের বলে মুশফিকও পয়েন্টে একটি সিঙ্গেল নিয়ে ২০২৪ সালের আগস্টের পর টেস্টে নিজের প্রথম ফিফটি তুলে নেন। টেস্টে এটি তার ২৮তম ফিফটি।
বিআরএসটি/এসএস

Related posts

ডাকসু নির্বাচন: তিন বাম সংগঠনের প্যানেল ঘোষণা

News Desk

বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

brs@admin

সালমান-আনিসুল-শাজাহানসহ পাঁচজন রিমান্ডে

brs@admin

পুলিশের অভিযানে আরও ১৭১১ জন গ্রেপ্তার

News Desk

সব তারকাকে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী স্কারলেট জোহানসন

brs@admin

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের লবিস্ট ফার্ম নিয়োগ

News Desk
Translate »