28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের। লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে এরইমধ্যে টেস্ট স্কোয়াড অবস্থান করছে গলে। এদিকে, দেশে থাকা সাদা বলের ক্রিকেটাররাও বসে নেই। নতুন হেড কোচ ফিল সিমন্সের পরিকল্পনায় দেশীয় কোচদের তত্ত্বাবধানে শুরু হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের প্রস্তুতি।

মিরপুরে বৃষ্টির মধ্যেও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে আগামী সপ্তাহে চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। পাশাপাশি থাকবে আলোর নিচে বিশেষ অনুশীলন সেশন।

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লঙ্কানদের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটেই দেখা যাবে তাকে। কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, ‘মুস্তাফিজ নেট সেশন শুরু করবে দ্বিতীয় দিন থেকে। ও পুরোপুরি প্রস্তুত।’

এদিকে বাংলাদেশের পুরনো সমস্যাই রয়ে গেছে, ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারা। এ নিয়ে ব্যাটারদের সঙ্গে আলাদা করে কাজ করছেন দেশি কোচরা। নাঈম শেখ, তানজিদ তামিম, তানজিম সাকিব এবং রিশাদ হোসেনের পারফরম্যান্সও নজরে রয়েছে।

নাঈমের দলে না থাকা নিয়ে জল্পনার জবাবে বাবুল বলেন, ‘ওয়ানডেতে ভালো করেছে, কিন্তু ইনিংস বড় করতে পারেনি। সে যদি ওপেনারদের চ্যালেঞ্জ দিত, তাহলে বিবেচনায় আসত।’

তানজিম ও রিশাদকে নিয়ে আশাবাদী কোচ বাবুল। একজন ঘাটতি পূরণ করতে পারেন অলরাউন্ডারের জায়গায়, অন্যজন স্পিন বিভাগে হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট ১৭-২১ জুন গালে
দ্বিতীয় টেস্ট ২৫-২৯ জুন কলম্বো
টি টোয়েন্টি সিরিজ
প্রথম টি টোয়েন্টি ৩০ জুন প্রেমাদাসা
দ্বিতীয় টি টোয়েন্টি ০২ জুলাই প্রেমাদাসা
তৃতীয় টি টোয়েন্টি ০৪ জুলাই কলম্বো
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে ০৭ জুলাই পাল্লেকেল
দ্বিতীয় ওয়ানডে ০৯ জুলাই পাল্লেকেল
তৃতীয় ওয়ানডে ১১ জুলাই পাল্লেকেল

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত

News Desk

বিশ্বজুড়ে মার্কিন ডলারের দরপতন

brs@admin

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

brs@admin

করোনার আগাম প্রস্তুতি ‎বাগেরহাট জেনারেল হাসপাতালে

brs@admin

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

News Desk

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »