28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এবার কানাডার ক্লাব ফুটবলেও বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে বহন করলেন সমিত সোম। এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেই কানাডায় ফিরেছেন এই ডিফেন্ডার। আর ফিরেই নিজের ক্লাব কাভালরি এফসির হয়ে মাঠে নামেন বাংলাদেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সি পরে।

শনিবার (১৪ জুন) রাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয় কাভালরি এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও আলোচনায় ছিলেন সমিত সোম। ম্যাচের আগে আয়োজিত বিশেষ ফটোসেশনে দেশের পতাকা সম্বলিত সাদা জার্সি পরে ছবি তোলেন তিনি।

‘ওয়ান ইয়ার আউট’ নামক এই আয়োজনটি ছিল আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। এতে কাভালরির বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা সম্বলিত জার্সি পরে অংশ নেন। ম্যাচে শুরু থেকেই খেলেছেন সমিত। তবে ৬৮ মিনিটে তাকে বদলি করে মাঠের বাইরে নিয়ে আসা হয়।

বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সামিতের দল কাভালরি এফসি। শীর্ষে আছে অ্যাথলেটিকো ওতাওয়া, যাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

বাংলাদেশের হয়ে অভিষেকের পরপরই এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের পতাকা তুলে ধরায় প্রশংসায় ভাসছেন সমিত সোম।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

পুলিশের ওপর হমলা করে আসামি ছিনতাই

News Desk

সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ফাঁসি দাবি আইনজীবীদের

News Desk

যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন নকশার টাকা

brs@admin

ডাকসু নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

News Desk

ঈদের আগেই মিলবে নতুন নোট

brs@admin

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড

News Desk
Translate »