৬দিন হাসপাতাল ভর্তি থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে।
শনিবার (১৪ জুন) জাহিদ হাসান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। গত পরশু দিন রাতে (১২ জুন) বাসায় ফিরেছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত ৯ জুন জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। চারদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা।
এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।
বিআরএসটি/এসএস