26.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

শাকিব খানের সঙ্গে জোভানের ছবি, কারণ জানালেন অভিনেতা

ঈদের আগে অভিনেতা ফারহান আহমেদ জোভান ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার অভিনীত নাটক ‘আশিকি’ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। গায়কের চরিত্রে তার অভিনয় ও গাওয়ার ভঙ্গিমা নিয়ে নেটিজেনদের ট্রল কম হয়নি। তবে সেসব সমালোচনা ইতিবাচক প্রভাব ফেলেছে জোভানের জন্য। কারণ, এই নাটকই এখন ইউটিউব ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে।

এরইমধ্যে হঠাৎ মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে আবারও আলোচনায় এলেন জোভান। তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, তিনি শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় জল্পনা— তবে কি এবার চলচ্চিত্রে পা রাখতে চলেছেন জোভান?

বহু দর্শক মনে করছেন, সাম্প্রতিক সময়ে যেভাবে ছোট পর্দা থেকে বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মেহজাবীন, সাবিলা নূর ও তাসনিয়া ফারিণের মতো অভিনেতারা— সেভাবেই হয়তো এবার জোভানের পালা। তবে এই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোভান বলেন, সিনেমায় কাজ করার ইচ্ছা অবশ্যই আছে, তবে আমি মনে করি এখনো সময় হয়নি। আরও কিছু ভালো কাজ নাটকে দিতে চাই, এরপর চলচ্চিত্র নিয়ে ভাববো। সিনেমা একটা বিশাল মাধ্যম, সেখানে পা রাখার আগে নিজেকে আরও প্রস্তুত করতে চাই।

শাকিব খানের সঙ্গে তোলা ছবির প্রসঙ্গে জোভান জানান, সম্প্রতি একটি ইভেন্টে হঠাৎ করে দেখা হয়। সেখানে শাকিব ভাই ছাড়াও সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ ভাই ছিলেন। সবাই একসঙ্গে থাকায় মনে হলো একটি স্মরণীয় মুহূর্ত ধরে রাখা দরকার সেজন্যই ছবিটি তোলা।

জোভান আরও বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে এটি ছিল আমার প্রথম দেখা। যতটুকু কথা হয়েছে, বুঝেছি তিনি অত্যন্ত বিনয়ী ও মার্জিত একজন মানুষ। তার ব্যক্তিত্ব ও ব্যবহারে আমি মুগ্ধ।

প্রতিবছর ঈদে একাধিক নাটকে দেখা যায় জোভানকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। সমালোচনার মাঝেও অভিনেতার নাটক দর্শকের মন জয় করছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে আজ পালিত হচ্ছে ঈদ

brs@admin

আমি অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: নুসরাত ফারিয়া

brs@admin

১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের পূর্বাভাস

News Desk

বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর

brs@admin

মোহাম্মদপুরের ‘এক্সেল বাবু’ গ্রেফতার

brs@admin

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

brs@admin
Translate »