রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত

রাজধানীর মহাখালী ও টঙ্গী এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম সুমা (২৫) এবং অন্য ব্যক্তির (৪০) পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (২ জুন) সকালের দিকে নিহতদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার জানান, আমরা খবর পেয়ে তেজগাঁওয়ের নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবার পাগলার পুল রেললাইনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ৬০১ নং কনটেইনারের সঙ্গে ধাক্কা লেগে ডাউন লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। নিহতের পরনে ছিল সাদা-লাল গেঞ্জি।

অন্যদিকে, টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমরা খবর পেয়ে টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসার রেলগেট এলাকায় এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা তার বাবার কাছে জানতে পারি নিহত নারী মানসিক রোগী ছিলেন। গতকাল (রোববার) বিকেলের দিকে সে ট্রেনের লাইনে বসে ছিল। বসে থাকা অবস্থায় একটি ট্রেনের ইঞ্জিন যাওয়ার সময় ওই ইঞ্জিনে কাটা পরে সে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত নারী নেত্রকোণা জেলার আটপাড়া থানার দিয়ারা গ্রামের যতনের কন্যা। নিহতের স্বামীর নাম রানা।

Related posts

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

রাশিয়াকে কিম জং উনের নিঃশর্ত সমর্থন

News Desk

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

News Desk

ভারত -পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

News Desk

কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার

News Desk
Translate »