28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান

পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। শনিবার (৩১ মে) ভোরে উত্তরাঞ্চলীয় শহর জেনিনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসের ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী। এ দিন অঞ্চলটি থেকে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি’র প্রতিবেদন অনুসারে, পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যে কারামা সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে জেনিন গভর্নরেট ভবনের সামনে একটি সামরিক গাড়ি হজযাত্রীদের বাসটিকে ধাক্কা দেয়।

প্রতিবেদে বলা হয়, ফিলিস্তিনিরা হজ পালনের জন্য জর্ডান হয়ে সৌদি আরব যাচ্ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই বয়স্ক ছিলেন।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে, ইসরায়েলি সামরিক গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে।

জেনেনের ডেপুটি গভর্নর মনসুর আল-সাদি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দখলদার গাড়িটি ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিকে আঘাত করে, যখন এটি গভর্নরেট ভবনের বাইরে পার্ক করা ছিল। বেশিরভাগ যাত্রী বয়স্ক এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন, যা ট্রমা এবং ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সারাদেশে গ্রেফতার আরও ১৭৫৫

News Desk

নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫

brs@admin

ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা মায়ানমার জান্তার

News Desk

প্রশাসন থাকা আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে

News Desk

ইতিহাসগড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

News Desk

১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, এখনো চুক্তি অধরা বাংলাদেশের

News Desk
Translate »