শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন

এ্যামি পুরস্কারপ্রাপ্ত হলিউডের কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন। শুক্রবার (৩০ মে) ম্যানহাটনে নিজের বাড়িতে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

টেলিভিশন সিরিজ ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতাজনিত কারণে তিনি প্রয়াত হন।

অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানান, দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

লরেটা জেন সুইটের জন্ম আমেরিকার নিউ জার্সিতে। তবে তিনি নিউইয়র্ক সিটিতে গান ও অভিনয়ে প্রশিক্ষণ নেন। টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ১৯৬৯ সালে। বিভিন্ন টিভি শোতে অতিথি চরিত্রে কাজের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু। তবে তার ক্যারিয়ারে বিশাল অর্জন আসে ‘এম এ এস এইচ’ থেকে।

সিরিজটিতে অভিনয়ের সুবাদে ছয় বার এ্যামি পুরস্কার মনোনীত হন সুইট। এরমধ্যে ১৯৮০ সালে এবং ১৯৮২ সালে দুইবার এ্যামি পুরস্কার জিতেছিলেন। এই সিরিজে দীর্ঘসময় অভিনয়শিল্পীদের মধ্যে সুইট অন্যতম।

ব্যক্তি জীবনে ১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অভিনেতা ডেনিস হোলাহান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লরেটা জেন সুইট। অভিনয়ের পাশাপাশি পশু সুরক্ষার লক্ষ্যে ‘সুইটহার্ট অ্যানিমেল অ্যালায়েন্স’ নামে একটি সংস্থাও গড়ে তোলেন। পশু সুরক্ষা কাজে অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বর্ণাঢ্য অভিনয় জীবনে ‘এম এ এস এইচ’ ছাড়াও অভিনয় করেছেন ‘দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার’, ‘দি এক্সিকিউশন’-এর মতো টিভি চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিয়ার’ এবং ‘ফরেস্ট অরিওর’।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

brs@admin

পুতিন একটা ‘পাগল’ বললেন ট্রাম্প

brs@admin

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

brs@admin

সচিবালয়, যমুনার পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

brs@admin

গাজায় ইসরায়েলের হামলায় ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

চীন সফরে যাচ্ছেন এনসিপি’র ৮ নেতা

News Desk
Translate »