শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

ভয়াল রূপে পর্দায় আসছেন কাজল

বলিউড অভিনেত্রী কাজলের নাম শোনার পর চোখের সামনে ভেসে ওঠে রোমান্টি এক হাসিমুখ। সম্প্রতি ভারতের কলকাতায় এসে দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজা দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার অশুভ শক্তির বিনাশে নিজেই কালীরূপে ধরা দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) মুক্তি পেয়েছে ‘মা’ সিনেমার ট্রেলার। গ্রাম-বাংলার জঙ্গলের প্রেক্ষাপটে একেবারে গা ছমছমে ভৌতিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে এক ভয়ঙ্কর রূপে দেখা যাবে কাজলকে। আর এই ছবির সুবাদেই প্রথমবারের মতো কাজল হাজির হচ্ছেন হরর ঘরানার ছবিতে।

ইতোমধ্যেই মুক্তি পেয়েছে হাড় হিম করা ছবির মোশন পোস্টার। যেখানে এক বিভীষিকাময় প্রেতের মুখোমুখি কাজল। অভিনেত্রীকে দেখা যাবে মা চরিত্রে। সন্তানকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে লড়াই করবেন- এ নিয়েই গড়ে উঠছে ছবির মূল কাহিনি।

এদিকে পরিচালক জানিয়েছেন, ‘মা’ সিনেমার গল্পে যেমন ভৌতিক উপাদান রয়েছে, তেমনি রয়েছে ভারতীয় মিথ, মাতৃত্ব, আত্মত্যাগ ও সাইকোলজিক্যাল থ্রিলারের মিশেল।

বৃহস্পতিবার (২৯ মে) ছবির ট্রেলার প্রিমিয়ার অনুষ্ঠানে কাজল জানিয়েছিলেন, এ ছবির শুটিংয়ের সময় ভয় পেতাম। এটা একটি মানসিক যুদ্ধের গল্প। যেখানে একজন মা নিজের সন্তানকে রক্ষার জন্য সব সীমা পেরিয়ে যায়।

ছবির পোস্টের প্রকাশের পর দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন।  এ ছবিতে কাজল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মাকে। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয় দেবগণ। ‘মা’ মুক্তি পাবে আগামী ২৭ জুন। এ সিনেমাটি হিন্দি ছাড়াও বাংলা, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

brs@admin

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চায় বাংলাদেশ

brs@admin

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

News Desk

বাংলাদেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে : চীনের রাষ্ট্রদূত

brs@admin

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা

brs@admin

রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকি, জবাব দিল ভারত

News Desk
Translate »