শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বিয়ের মঞ্চ থেকে বরকে ‍তুলে নিলো নাচের দল, অতঃপর..

বিয়ের অনুষ্ঠানকে জমিয়ে তুলতে ভাড়া করা হয়েছিল নাচের দলকে। তবে প্রাপ্য টাকা না দেওয়ায় বিয়ের মণ্ডপ থেকে বরকেই তুলে নিয়ে যান তারা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার দিঘওয়া দুবৌলি গ্রামে।

২৩ মে (শুক্রবার) রাত ১২টার পর বর সোনু কুমার শর্মা তার বিবাহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য উৎসবের একটি অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল লৌণ্ডা (পুরুষ) নাচের।

নাচ চলাকালীনই শুরু হয় বাগবিতণ্ডা। অনুষ্ঠান শেষ করতে চায় নৃত্যদল, কিন্তু বরযাত্রীদের একাংশ দাবি করে পারফরম্যান্স চলতেই হবে। এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ধীরে ধীরে রূপ নেয় হাতাহাতিতে।

বিয়ের উপহারে বোমা পাঠানোয় যাবজ্জীবন কারাদণ্ড আসামির

একপর্যায়ে মুসকান কিন্নর নামের এক নৃত্যশিল্পী আহত হন ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মূল নাটক শুরু হয় এরপর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে মুসকান কিন্নরের নেতৃত্বে একটি গোষ্ঠী একটি গাড়িতে করে এসে সরাসরি বরের বাড়িতে হামলা চালায়। তারা

কনেপক্ষের সদস্যদের মারধর করে ও মণ্ডপ থেকে বর সোনু কুমার শর্মাকে জোর করে তুলে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ টাউন থানার পুলিশ তৎপর হয়। প্রায় নয় ঘণ্টা পর, পরদিন সকাল ১১টার দিকে বরকে উদ্ধার করে পুলিশ। তিনি উদ্ধার হন সিওয়ান জেলা থেকে।

গোপালগঞ্জের পুলিশ সুপার অবধেশ দীক্ষিত জানান, ঘটনার পর পরই আমরা তদন্ত শুরু করি। আর্থিক লেনদেন নিয়ে বিয়ের আয়োজক ও নৃত্যদলের মধ্যে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। সেই বিরোধ থেকেই এই চরম ঘটনা ঘটে।

পুলিশ অবশ্য এখনও বিষয়টি তদন্ত করছে। ইতোমধ্যে মুসকান কিন্নর ও তার দলের সদস্যদের বিরুদ্ধে অপহরণ, হামলা ও বিশৃঙ্খলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘ই*স*রা*য়ে*লের কাছে আত্মসমর্পণ নয়’: হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা

News Desk

সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

News Desk

ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

brs@admin

পশ্চিমবঙ্গে ‘নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত’ সরকার: মোদি

brs@admin

গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে : আইন উপদেষ্টা

brs@admin

ইসির অষ্টম কমিশন সভা শুরু

News Desk
Translate »