রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

ডা. জুবাইদা রহমানের আপিলের রায় আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিলের রায় আজ।

বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ গত ২৬ মে আপিলের শুনানি শেষে, আজ (বুধবার) রায়ের দিন ধার্য করেন। আদালতে জুবাইদা রহমানের আপিলের পক্ষে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া শুনানিতে ছিলেন।

অন্যদিকে সিনিয়র আইনজীবী আসিফ হাসান দুদকের পক্ষে ছিলেন।

বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত ১৪ মে এ মামলার রায়ের বিরুদ্ধে করা আপিল, শুনানির জন্য গ্রহণ করেন। একইসাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়। সেই সঙ্গে নিম্ন আদালতে থাকা এই মামলার নথি তলবের পাশাপাশি জুবাইদা রহমানের অর্থদণ্ড স্থগিত করেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই মামলায় রায় দেন। রায়ে তারেক রহমানকে ৯ বছর এবং তাঁর স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত ২২ সেপ্টেম্বর জুবাইদা রহমানের কারাদণ্ড ১ বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।
বিআরএসটি/এসএস

Related posts

খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

brs@admin

‘সৎ, পেশাদার ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার’

News Desk

ডাকসু নির্বাচন: ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি

News Desk

‘নিঃশর্ত যুদ্ধবিরতি’তে একমত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

News Desk
Translate »