শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

সাম্য হত্যা মামলায় কবুতর রাব্বি ও মেহেদী রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় মূলহোতা আসামি রাব্বি ওরফে কবুতর রাব্বি ও মেহেদী হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ ছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা অপর আসামি নাহিদ হাসান পাপেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হয়।

এ সময় নাহিদ স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া আসামি রাব্বি ও মেহেদীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ মে সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে এ মামলায় মো. তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেল তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১৭ মে প্রথম দফায় তাদের ছয় দিনের ও ২৪ মে দ্বিতীয় দফায় আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। এছাড়া ২৬ মে মো. রিপন এ মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একইসঙ্গে আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানোর হয়।

Related posts

দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েক ডজন সম্পত্তির খোঁজ পেয়েছে এনবিআর

brs@admin

নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

brs@admin

সাদাপাথর লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

News Desk

ইসির ছয় কর্মকর্তাকে বদলি

brs@admin

“হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটা ‘তামাশার’ জায়গা“ বললেন ট্রাম্প

brs@admin

প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : শাহবাজ শরিফ

brs@admin
Translate »