ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় মূলহোতা আসামি রাব্বি ওরফে কবুতর রাব্বি ও মেহেদী হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ ছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা অপর আসামি নাহিদ হাসান পাপেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হয়।
এ সময় নাহিদ স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া আসামি রাব্বি ও মেহেদীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ মে সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে এ মামলায় মো. তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেল তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১৭ মে প্রথম দফায় তাদের ছয় দিনের ও ২৪ মে দ্বিতীয় দফায় আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। এছাড়া ২৬ মে মো. রিপন এ মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একইসঙ্গে আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানোর হয়।