বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হবে ১২ জুন। এ আয়োজনে অংশ নেবেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।
আয়োজকরা জানিয়েছেন, ঈদ পুনর্মিলনী আয়োজনে সব প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। ব্যাণার, ফেস্টুন তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণাা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান আয়োজকরা।

তারা জানিয়েছেন, ঈদ পুনর্মিলনীতে যারা অংশ নিতে চান, তাদের ২৪ মে এর মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
নিচে আগ্রহীদের জন্য গুগল ফরমের লিংকটি দেয়া হল-
https://forms.gle/ip5mhftSe5qAK1xKA
বিআরএসটি/এআর/আরএন

