স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়া– এই বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা বা দোষারোপ করাটা সমীচীন নয়।
সাভারে যুব সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আইনি জটিলতা আছে এবং বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো লাভ নেই।
আদালতের মাধ্যমে আইনি লড়াই লড়তে হবে। ইতোমধ্যে আমরা আইন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিষয়ে মতামত চেয়েছি। যেহেতু আইন মন্ত্রণালয় এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা হয়তো একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।”
বিআরএসটি / এসএস