শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আ. লীগ নিষিদ্ধের দাবি রাস্তায় নেমে আসার আহ্বান জুলাই অভ্যুত্থানের নেতাদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০ টায় হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

ইতিমধ্যে অবস্থান কর্মসূচি অংশ নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব থাকা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এদিকে, এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া নেতারা।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে।

অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফায়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। সবাই চলে আসুন। জুলাইয়ে সব শক্তি, সব শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমও।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাসনাতের সাথে যমুনার সামনে অবস্থান কর্মসূচীতে যোগ দিন। ৯ মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি। এখন সময় আঙ্গুল বাঁকা করার।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, পুরো শহর নেমে আসুন, সারা দেশ আরেকবার রাস্তায় নেমে আসুন। বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর এদেশকে বাঁচাতে অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।

তিনি আরো বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, খুনিদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ নিশ্চিত করে বিপ্লবকে সুসংহত করা প্রতিটি শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের অঙ্গীকার।

এর আগে এক ফেসবুক পোস্টে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

অষ্টম শ্রেণিতেও চালু হচ্ছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’

News Desk

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী

brs@admin

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

brs@admin

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

৫ জুলাই থেকে ক্লাসে ফিরছেন ঢামেক শিক্ষার্থীরা

brs@admin

বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী

brs@admin
Translate »