ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকদের জন্য সুখবর—বাড়িতে ছাদবাগান ও আঙিনায় বাগান করলে পাওয়া যাবে ৫ শতাংশ কর রেয়াত। সবুজায়ন ও নগর পরিবেশ উন্নয়নে এমন প্রণোদনার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (৩০ এপ্রিল) ডিএনসিসির ষষ্ঠ করপোরেশন সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় প্রশাসক জানান, পরিবেশবান্ধব নগর গঠনের অংশ হিসেবে ছাদবাগান ও আঙিনায় বাগান করলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে ৫ শতাংশ হোল্ডিং কর রেয়াত দেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তরে শুরু হতে যাচ্ছে ট্যাক্স মেলা। মেলায় নাগরিকরা সহজে কর প্রদান করতে পারবেন এবং পাবেন নানা রেয়াত সুবিধা।
সভায় বিগত সরকারের আমলে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী:
– বনানীর শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ এখন থেকে হবে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ
– মধুবাগের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্স-এর নাম পরিবর্তন করে করা হয়েছে মধুবাগ কমিউনিটি সেন্টার
– কালশীর হারুন মোল্লাহ ফ্লাইওভার-এর নাম রাখা হয়েছে কালশী ফ্লাইওভার
সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।
ডিএনসিসির এই উদ্যোগ নগর পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিআরএসটি / জেডএইচআর