26.6 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: নাহিদ

রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই। মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন।’

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাহিদ বলেন, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন স্থগিত করতে হবে।

তিনি বলেন, দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সংস্কৃতি ফিরে আসছে। এসবের বিরুদ্ধে দুই দলই (এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ) কঠোর অবস্থানে থাকবে। আবার পুরোনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই। নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে, তা দেশের জনগণ মেনে নেবে না।

নাহিদ বলেন, ‘বেশিরভাগ বিষয়ে ঐক্যের জায়গা খুঁজে পেয়েছি। যেসব বিষয়ে দ্বিমত রয়েছে, সেসব জায়গাতেও ঐক্যের বিষয়ে আলোচনা করতে পারি।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে। আমরা কেবল উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি। উনারা দুই কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি বিষয়টি আমরা আলোচনা করব। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, উনারাও গণপরিষদ নির্বাচনের কথা বলছেন।’

‘এর পাশাপাশি দল হিসাবে আওয়ামী লীগের বিচার, বিচার চলাকালীন দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা, নিবন্ধন স্থগিত করা, এসব বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছেন। এ বিষয়গুলো মাত্র আজ আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে মাঠেও এ বিষয়ে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব’, যোগ করেন তিনি।

জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়েও ইসলামী আন্দোলন ও এনসিপি একমত হয়েছে বলে জানান নাহিদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন আপনারা দেখেছেন। আমাদের অনেক চিন্তার সাথে এনসিপির চিন্তা মাঠে ময়দানে অনেকটাই একাকার। আজ আমরা আলোচনা করতে পেরেছি। আমাদের মনোবল আরও বেড়েছে।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ফ্যাসিস্ট হাজার হাজার মায়ের কোল খালি করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের দলগত বিচার হবে, তারপর নির্বাচনের চিন্তা। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

brs@admin

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল: ট্রাম্প

brs@admin

ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই: রাষ্ট্রদূত মুশফিক

News Desk

সিইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

brs@admin

এনসিপির প্রচার ও প্রকাশনা সেল গঠন

brs@admin

এ দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না : সেনাপ্রধান

News Desk
Translate »