28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি আনোয়ারুল

আগামী ডিসেম্বরকে টাইমলাইন ধরেই কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি মো. আনোয়ারুল ইসলাম এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ের দিকে রয়েছে।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার, সরকার প্রতিষ্ঠায় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা।

এখন জাতীয় সংসদ নির্বাচন করাটা হলো আমাদের মূল কাজ উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, এর পরও যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে, স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করে—তাহলে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে অংশগ্রহণ করতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত।

আনোয়ারুল ইসলাম বলেন, এটি বলার এখনও সময় আসেনি যে, ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে কি না। সময়ই বলে দেবে কোন কোন প্রার্থী নির্বাচন করবেন এবং ব্যালটে কোন কোন মার্কা থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ প্রমুখ।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

News Desk

‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি’ : সারজিস

brs@admin

জ্বালানি খাতে এক বছরে সাশ্রয় ১৪ হাজার ১৩১ কোটি টাকা

News Desk

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

News Desk

বিপিএলের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

News Desk
Translate »