28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আওয়ামী লীগ ও দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিআরএস টাইমস: আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’ অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এ ক্ষেত্রে তারা অঢেল অর্থ ব্যবহার করছে। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না।’

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না।’

ডেভিল হান্টের মাধ্যমে কার্যক্রম অব্যাহত থাকবে- উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে- সেই ব্যবস্থা আমরা করব।’

বিআরএসটি/আরএন

Related posts

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

News Desk

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

brs@admin

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২৬

brs@admin

‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই’

News Desk
Translate »