রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

আইএসপিআরের বক্তব্য গণঅধিকার পরিষদের প্রত্যাখ্যান

রাজধানীর বিজয়নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ সম্পর্কিত আইএসপিআরের দেয়া বিবৃতিটি প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। যদিও এ প্রসঙ্গে সেই বিবৃতিতে ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মব ভায়োলেন্সের শিকার’, এমন কিছু সরাসরি বলা হয়নি। তবে বিবৃতির পাল্টা উত্তরে এমন মন্তব্যই করেছেন রাশেদ।

রাশেদ খাঁন অভিযোগ করে বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। এটি ‘মব’ নয়। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি।

বিবৃতির প্রসঙ্গে রাশেদ বলেন, তারা বলেছে আমাদের উপর ‘মব’ হামলা হয়েছে। কিন্তু মব করেছে কারা? আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়।

তিনি বলেন, এটিকে মব বলা যায় না। যদি মব হয়েই থাকে, তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এটাকে যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন। বর্তমানে নুর ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

News Desk

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk

‘না’ ভোট একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য: ইসি সানাউল্লাহ

News Desk

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

brs@admin

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin
Translate »