রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ডাকসু নির্বাচনে ৪৭১ প্রার্থী চূড়ান্ত, প্রত্যাহার ৩৮ জনের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৪৭১ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন, প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩৮ জন। মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৭১ জন প্রার্থী। এখনও কমিশনের বিরুদ্ধে অভিযোগ বুলি অব্যাহত প্রার্থীদের। কমিশন জানায়, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। তবে ছাত্রী হলে রাত ১০টার পর প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি।

সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। মূলত চারটি উপায়ে নিজেদের কথাগুলো ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা। অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার বা লিফলেট, ব্যানার এবং সশরীর হল পর্যায়ে ও একাডেমিক ভবনের সামনে প্রচারণা চালাতে চান তারা।

এর আগে সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হবে এ নির্বাচনের প্রচার প্রচারণা। একইসঙ্গে এ নির্বাচনে অংশ নেয়া ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

brs@admin

এনসিপির প্রচার ও প্রকাশনা সেল গঠন

brs@admin

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল

News Desk

বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

brs@admin

কিশোরগঞ্জ যুবদলের দুই নেতা বহিষ্কার

News Desk

দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

News Desk
Translate »