রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বিসিবির নির্বাচন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন বুলবুল

অনেকটা হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়ে দেন, স্বল্প সময়ের জন্য এই পদে এসেছেন। কারণ আগামী অক্টোবরেই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ। এরপর বাজবে নির্বাচনের দামামা।

সেই নির্বাচনে বুলবুল অংশ নেবেন কিনা তা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা। তবে গতকাল নারায়ণগঞ্জে সাংবাদিক প্রশ্নের জবাবে এই বিষয়ে নিজের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।’

এরপর বুলবুল বলেন, ‘আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।’

গুঞ্জন রয়েছে অ্যাডহক কমিটি গঠন করা নিয়েও। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।’

তিনি আরও বলেন, ‘যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

রাস্তার বিলবোর্ডে অভিনেত্রীর আবেদনময়ী ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

brs@admin

বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন ইসহাক দার

News Desk

কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

brs@admin

উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

News Desk

বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া বিচারপতির পদত্যাগ

News Desk
Translate »