28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ভক্ত-সমর্থকরা আশা করেছিলেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে আবারও সেলেকাও জার্সিতে দেখা যাবে। তবে সেই প্রত্যাশায় আবারও ধাক্কা খেলেন নেইমারপ্রেমীরা। নতুন করে ঊরুর চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা, ফলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত ভেস্তে গেছে।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর দু’বার দলে ডাক পেলেও ইনজুরির কারণে ছিটকে যান তিনি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে কোচ কার্লো আনচেলত্তির দলে ফেরার জোর সম্ভাবনা ছিল এই সান্তোস ফরোয়ার্ডের। তবে দল ঘোষণার ঠিক আগের দিনই অনুশীলনের সময় ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে নতুন চোট।

সান্তোস ক্লাব জানিয়েছে, তার ঊরু ফুলে গেছে এবং চিকিৎসা শুরু হয়েছে। বিষয়টি ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে।

চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন নেইমার। কিন্তু আনচেলত্তি নাকি শুরু থেকেই তাকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

সবকিছু ঠিক থাকলে নেইমার আগামী ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল।
বিআরএসটি/এসএস

Related posts

সাকিবকে ফেরাতে বোর্ডের সাথে কথা বলবেন মিরাজ!

brs@admin

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না : ড. সালেহউদ্দিন

brs@admin

অবৈধ নির্বাচনে জড়িতরাও কি লটারিতে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ফারুক

News Desk

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

brs@admin

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৫২ জন গ্রেফতার

brs@admin

ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া: রুট

brs@admin
Translate »