শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৩২

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রদেশ কায়াহ-এর মাউচিতে সম্প্রতি জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্টেট ইন্টেরিম এক্সিকিউটিভ কাউন্সিল (আইইসি) জানিয়েছে, রোববার মাওচির ওই হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এই তথ্য জানিয়েছে।

আইইসির সেকেন্ড সেক্রেটারি উ বানিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘মাউচিতে একাধিক খনি আছে। তাই অনেক মানুষ এখানে ব্যবসা করতে আসে, চাল ও খাবার বিক্রি করতে আসে। জান্তা এই শহরের আর্থ-সামাজিক জীবন ধ্বংস করার এবং মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে।’

নিহতদের মধ্যে আটজন নারী, ১৮ জন পুরুষ এবং দুইজন শিশু রয়েছে। বাকি ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।

জান্তা বাহিনী চলতি বছর মাওচিতে ১৪টি বিমান হামলা চালিয়েছে। এর আগের মাসে জান্তা বাহিনী অঞ্চলটিতে তিনবার বোমা হামলা চালায়। এতে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তবে রোববারের হামলাটি আগের সব হামলার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল বলে জানান ইউ বানিয়ার।

মঙ্গলবার ভোরে জান্তা বাহিনী মাওচিতে আরো বিমান হামলা চালায়। যদিও এসব হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি।

এদিকে আইইসি দক্ষিণ এশীয় দেশগুলোর ব্লক আসিয়ান ও জাতিসঙ্ঘসহ বিশ্ব সম্প্রদায়কে জান্তার যুদ্ধাপরাধের প্রতি সাড়া দেয়ার আহ্বান জানিয়েছে। ২০২১ সালে জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দশমাইলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

brs@admin

কলকাতায় জয়া আহসানের নিয়মিত অভিনয় নিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর

News Desk

সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

News Desk

সৈকতে চেয়ার থেকে পড়ে গেলেন জো বাইডেন!

brs@admin

হাত খরচ জোগাতে পোশাকের দোকানে চাকরি নিয়েছিলেন কাজল

brs@admin

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম

brs@admin
Translate »