28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

শেখ হাসিনার শাসনের ‘ভূত’ এখনো বিদ্যমান: রিজভী

শেখ হাসিনার সরকার বিদায় নিলেও তার ভূত নতুন কায়দায় নতুন চেতনায় এখনো দেশব্যাপী ছড়িয়ে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রেস ক্লাবে অনুষ্ঠিত “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন কায়দায় নতুন চেতনায় জাতির ওপর ভর করেছে। এক চেতনার বিদায়ের পর এখন আরেক চেতনার লোক সর্বত্র বসানো হচ্ছে। এমন গণতন্ত্র আমাদের ছেলেরা চায়নি, তারা জীবন দিয়েছে সুষ্ঠু গণতন্ত্রের জন্য।

তিনি অভিযোগ করেন, নতুন প্রশাসনে একটি নির্দিষ্ট সংগঠনের অনুগত লোকজনকে প্রাধান্য দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি নাকি বলেছেন, রোকন না হলে চাকরি থাকবে না। তাহলে কী এটাই সেই প্রতিশ্রুত গণতন্ত্র?

বিএনপির এই নেতা বলেন, হাসিনার সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দী এবং এরপর আরও তিন বছর গৃহবন্দী করে রেখেছিল। অথচ শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতির দায়ে এখন বিদেশে পালিয়ে আছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে দিয়েছে ‘ফাইটার অব ডেমোক্রেসি’ উপাধি, আর কানাডিয়ান হিউম্যান রাইটস সংগঠন বলেছে ‘মাদার অব ডেমোক্রেসি’। সেই নেত্রীকে দিনের পর দিন ধ্বংসস্তুপে ফেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার।

গত জুলাই-আগস্টে ছাত্র ও তরুণদের আন্দোলনের কথা স্মরণ করে রিজভী বলেন, আবাবিল পাখির মতো মাসুম বাচ্চারা রাজপথে নেমেছিল। তাদের রক্তের বিনিময়েই আমরা গণতন্ত্রের দিকে কিছুটা এগিয়েছি।

বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা বলেন, পুলিশ কারো নির্দেশে নয়, চলবে জনগণের অধিকার রক্ষায়। আদালত কাজ করবে স্বাধীন ও নিরপেক্ষভাবে। সেটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র।

রিজভীর অভিযোগ, শেখ হাসিনা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জঙ্গি, অগ্নিসন্ত্রাসী হিসেবে প্রচার করেছে। কিন্তু তথাকথিত সুশীল সমাজ শেখ হাসিনার গুলি-নির্বাচন ও হত্যাকাণ্ড নিয়ে কখনো মুখ খোলেনি।
বিআরএসটি/এসএস

Related posts

মেক্সিকোর সিনেটে হাতাহাতি-মারামারি

News Desk

এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

News Desk

চুক্তি না হলে ভারতের রপ্তানিতে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

News Desk

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

গাজায় ইসরাইলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

News Desk

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষাকবচ নির্বাচন ব্যবস্থার পরিবর্তন : চরমোনাই পীর

News Desk
Translate »