বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাতোলার চেষ্টা করছে। তাই ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে। গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া। এর মধ্যেই নির্বাচন হতে হবে।
বিআরএসটি/এসএস