আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকলেও, এ সংখ্যা আরও ৫০ হাজার বাড়ানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৬০ হাজার থেকে বাড়িয়ে আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
বিআরএসটি/এসএস