বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লটারির মাধ্যমে এসপি ওসি বদলাবেন। আমার প্রশ্ন : ১১-১২ মাসে যারা আওয়ামী এসপি, যারা ১৪, ১৮, ২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কেউ কেউ এখনও পুলিশের কর্মকর্তা। যারা হত্যায় গুলি চালাবের নির্দেশ দিয়েছে, সেসব প্রেতাত্মারা এখনও আছে। আপনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) যেই লটারি দিবেন, সেই লটারিতে অতীতের অবৈধ নির্বাচনে জড়িত পুলিশ কর্মকর্তাদের নামও কি থাকবে?
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। “জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা” শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।
স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবেনা।
বিআরএসটি/এসএস