শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশস্বাস্থ্য

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই জনের দেহে মিলল জিকা ভাইরাস

চট্টগ্রামে প্রথমবারের মতো দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। দু’জনেরই বয়স ৪২।

সোমবার (৭ জুন) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র ইপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের প্রাথমিক অস্তিত্ব শনাক্ত হয়। চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা এবং শরীর লালচে হওয়া- এই উপসর্গ দেখা গেছে। অপরদিকে, আক্রান্ত নারী জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন। তাই তারা ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পরীক্ষা করান। সেখানে রোগীদের রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, ‘যেহেতু এটি একটি কম্বাইন কিটের মাধ্যমে করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়- তাই চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু পরীক্ষা প্রয়োজন।’

বিষয়টি আমরা এরইমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। পরবর্তী পরীক্ষার ফলাফল ও সিদ্ধান্ত আইইডিসিআরের দিকনির্দেশনার ওপর নির্ভর করছে।’

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিকা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এর চিকিৎসা হয় উপসর্গভিত্তিক। এটি ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতোই মশাবাহিত এবং সহজে নিরাময়যোগ্য। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেতে হবে।

বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে এবারই প্রথম চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত হলো।

বিআরএসটি/ এসএস

Related posts

লন্ডনে সাদামাটা জীবন যাপনে প্রশংসায় তারেক রহমান

News Desk

গাজায় দেড় হাজার ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল

News Desk

চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

brs@admin

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

News Desk

গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

brs@admin

পুলিশের ৯ কর্মকর্তার রদবদল

News Desk
Translate »