রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

যশোরে ২৩ টি স্বর্ণের বার জব্দ, দুইজন আটক

যশোর জেলা সদরে আজ ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় ২৩টি স্বর্ণের বারসহ দুইব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকা থেকে এ দুইজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।

বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সদর উপজেলার মুরাদনগর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে ২৩টি স্বর্ণের বারসহ ওই দুইজনকে আটক করে। আটক দু’জনের কোমরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, যে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছেন এবং ভারতে পাচারের জন্য তারা যশোর হয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন।

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন ৩ দশমিক ০৯৫ কেজি, যার মূল্য প্রায় চারকোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের এবং আটক দুইব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন

বিআরএসটি/এসএস

Related posts

ঘোষিত সময় থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই

News Desk

ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ওমানে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বেড়ে ৩ বছর

News Desk

হাসনাতের পোস্টের জবাবে দুদক’র বিবৃতি

brs@admin

বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

brs@admin

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

brs@admin
Translate »