28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
Uncategorizedআন্তর্জাতিকপ্রচ্ছদ

মালয়েশিয়ার পর্যটক বাস দুর্ঘটনায় দুইজন নিহত

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার পর্যটকদের বাসের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) দক্ষিণ-পূর্বে আয়ের হিতাম শহরের কাছে এই দুর্ঘটনাটি দেশটির ঝুঁকিপূর্ণ রাস্তায় এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় গুরুতর বাস দুর্ঘটনা।

আয়ের হিতামের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী প্রধান মোহাম্মদ শামিন মোহাম্মদ সালিকিন বলেন, ‘একটি পর্যটন বাস, একটি ভলভো ট্রাক ও একটি ট্যাঙ্কার লরির মধ্যে এ সংঘর্ষ ঘটে।’

বার্নামা জাতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা বাসের ভেতরে আটকা পড়া দুজনকে খুঁজে পেয়েছেন এবং ঘটনাস্থলে তাদের মৃত অবস্থা নিশ্চিত করেছেন।’

তিনি আরো বলেন, এই দুই ব্যক্তি ইন্দোনেশিয়ার বাসিন্দা।

এই দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় ২৮ জন অক্ষত রয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার বেশি। প্রতিদিন গড়ে ১৮ জন সড়কে প্রাণ হারায়।

গত মাসের দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী বাসগুলোতে সিটবেল্ট পরা বাধ্যতামূলক করার জন্য সড়ক নিরাপত্তা কর্মকর্তারা তাদের প্রচেষ্টা জোরদার করেছে।
বিআরএসটি/এসএস

Related posts

অভ্যুত্থানের বর্ষপূর্তি, মাসব্যাপী পদযাত্রা করবে এনসিপি

brs@admin

গাজায় ত্রাণ অবরোধ আন্তর্জাতিক আইন ও মানবতার লঙ্ঘন : আলবানিজ

News Desk

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

News Desk

তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাসের

News Desk

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

brs@admin
Translate »