শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

চলচ্চিত্র নির্মাণের জন্য এবার ৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণকারী প্রত্যেকে পাবেন ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১ জুলাই) রাতে সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জন্য এসব চলচ্চিত্রকে এ অনুদান দেওয়ার সিদ্ধান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতিবছরের মত এবারও এ অনুদান দেওয়া হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ অনুদান দেওয়া হচ্ছে।

যেসব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে-

শিশুতোষ শাখায় জগন্ময় পালের প্রযোজনায় ‘রবিনহুডের আশ্চর্য অভিযান’, প্রামাণ্যচিত্র শাখায় লাবিব নামজুছ ছাকিবের প্রযোজনায় ‘মায়ের ডাক’, রাজনৈতিক ইতিহাস (আবহমান বাংলার সকল রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব- যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটপরিবর্তনের নিয়ামক) শাখায় মাহমুদুল ইসলামের ‘জুলাই’, সাংস্কৃতিক ইতিহাস (বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর সংক্রান্ত) শাখায় হাসান আহম্মেদ সানির প্রযোজনায় ‘রুহের কাফেলা’ ও সাধারণ শাখায়- সিংখানু মারমার প্রযোজনায় ‘পরোটার স্বাদ’, সৈয়দ সালেহ আহমেদ সোবহানের প্রযোজনায় ‘খোঁয়ারি’, এম আলভী আহমেদের প্রযোজনায় ‘জীবন অপেরা’, গোলাম সোহরাব দোদুলের প্রযোজনায় ‘জলযুদ্ধ’, মুশফিকুর রহমানের প্রযোজনায় ‘কবির মুখ – The Time Keeper’, আনুশেহ আনাদিলের প্রযোজনায় ‘কফিনের ডানা’, মোছা. সাহিবা মাহবুবের প্রযোজনায় ‘নওয়াব ফুজুন্নেসা’, সুজন মাহমুদের প্রযোজনায় ‘জুঁই’।

যেসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে-

শিশুতোষ শাখায় মাহবুব আলমের প্রযোজনায় ‘মন্দ-ভালো’, প্রামাণ্যচিত্র শাখায় সাব্বিরের প্রযোজনায় ‘ফেলানী’, তাফজিরা রহমান সামিয়ার প্রযোজনায় ‘ঝুঁকির মাত্রা’ এবং জাহিদ হাসানের প্রযোজনায় ‘জীবনের গান’, রাজনৈতিক ইতিহাস শাখায় শ্রী অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই’, মোহাম্মদ সাইদুল আলম খানের ‘ভরা বাদর’ এবং সালমান নূরের ‘১২৩০’, সাংস্কৃতিক ইতিহাস শাখায় শুভাশিস সিনহার প্রযোজনায় ‘বৃন্দারাণীর আঙুল’ ও সাধারণ শাখায় সাদমান শাহরিয়ারের প্রযোজনায় ‘একটি সিনেমার জন্য’, মো. সাইদুল ইসলামের প্রযোজনায় ‘দাফন’, মোহাম্মদ ইফতেখার জাহান নয়নের প্রযোজনায় ‘সাতীর’, নোশিন নাওয়ারের প্রযোজনায় ‘মাংস কম’, সুমন আনোয়ারের প্রযোজনায় ‘গগন’, মো. আবিদ মল্লিকের প্রযোজনায় ‘অতিথি’, সালজার রহমানের প্রযোজনায় ‘বোবা’, সাদিয়া খালিদের প্রযোজনায় ‘অদ্বৈত’, মো. আরিফুর রহমানের প্রযোজনায় ‘আশার আলো’, মো. মনিরুজ্জামানের প্রযোজনায় ‘গর্জনপুরের বাঘা’।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

সোমবার যুক্তরাষ্ট্রে যাবেন বাণিজ্য উপদেষ্টা

News Desk

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

brs@admin

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

News Desk

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

brs@admin

অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেফতার

News Desk

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

brs@admin
Translate »