শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরাক বিমানবন্দরে রকেট হামলায় দুইজন আহত

ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক বিমান বন্দরের সামরিক শাখায় সোমবার রাতে দুটি রকেট হামলায় দুই জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট হামলায় ওই বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘কিরকুক বিমান বন্দরের সামরিক শাখায় দুটি কাতিউশা রকেট হামলা হয়েছে। হামলায় দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।’

তিনি বলেন, একটি রকেট বিস্ফোরিত হয়নি।

সূত্রটি আরো জানিয়েছে, ‘তৃতীয় একটি রকেট উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত করেছে। ফলে বাড়িটির ক্ষতি হয়েছে।’

কিরকুকের বিমান বন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনা বাহিনী, ফেডারেল পুলিশ ও ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত।

একটি নিরাপত্তা সূত্র সরকারী আইএনএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, কিরকুক বিমান বন্দরের সামরিক বিমান ঘাঁটিতে দুটি রকেট আঘাত করেছে।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা জানিয়েছে, বিমান বন্দরে কোনও ক্ষতি হয়নি এবং এই হামলায় বিমান চলাচল ব্যাহত হয়নি।

ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন ও রকেট হামলার যুদ্ধক্ষেত্র এবং প্রক্সি যুদ্ধের জন্য উর্বর ভূমি হিসেবে প্রমাণিত হয়েছে।

গত সপ্তাহে, ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের অবসানের কয়েক ঘন্টা আগে, অজ্ঞাত ড্রোনগুলো বাগদাদ ও ইরাকের দক্ষিণাঞ্চলের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে আঘাত করেছে।

সরকার জানিয়েছে, তারা ড্রোন হামলার তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও কোনও অপরাধীকে শনাক্ত করতে পারেনি।
বিআরএসটি/এসএস

Related posts

২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি : আলী রীয়াজ

brs@admin

যশোরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

brs@admin

জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে পারব: আলী রীয়াজ

brs@admin

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

News Desk

জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

brs@admin
Translate »