শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
Uncategorized

ভোলার ১৬ রুটে নৌ চলাচল বন্ধ

মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘন্টায় উপকূলীয় জেলা ভোলার বিভিন্ন উপজেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এই অবস্থায় নদী বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে। এতে নদীর পানিও স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এ সময় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বৈরি আবহাওয়ায় ভোলার চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা ও ভোলা-লক্ষীপুরসহ অভ্যন্তরীণ মোট ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস’কে জানান, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণ কোনো রুটেই নৌ যান চলতে দেয়া হবে না। এছাড়াও অতিজোয়ারে ভোলার ইলিশা ফেরি ঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ দিকে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বেড়ী বাঁধের বাইরের নিম্নাঞ্চল। গত দু’দিনের মূষলধারের বৃষ্টিতে জোলার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

আগামী ২ থেকে ৩ দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাঁধনের আবেগঘন পোস্ট

brs@admin

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

ভোটের দুমাস আগে তফসিল : সিইসি

News Desk

নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

brs@admin

কানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জয়লাভ

brs@admin

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk
Translate »