28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। মঙ্গলবার (১ জুলাই) সকালে আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির নেতারা।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিলো। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলেও মন্তব্য করে তিনি।

জুলাই অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়াসহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে, সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন।

এরপর গাইবান্ধার উদ্দ্যেশ্যে পথসভা শুরু করেন এনসিপি নেতারা। বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এ কর্মসূচিতে পালন করবে এনসিপি।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

brs@admin

মব জাস্টিসের ঘটনায় রিজওয়ানা হাসানের নিন্দা

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

জিয়াকে হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

News Desk

আদর-পূজার সঙ্গে এবার বড় পর্দায় ইমরান-আনিসা!

brs@admin

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk
Translate »