শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

চুক্তি না করলে আরও নির্মম হামলা হবে ইরানে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো চুক্তিতে না পৌঁছে তবে তাদের ‘এর চাইতে আরও নির্মম’ হামলার মুখোমুখি হতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনাসহ বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার পর শুক্রবার (১৩ জুন) এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হয় তাদের একটি চুক্তি করতে হবে নয়তো আরও ‘মৃত্যু ও ধ্বংসলীলার’ মুখে পড়তে হবে। খবর এএফপির।

যদিও যুক্তরাষ্ট্র বলেছ, তারা ইসরায়েলের এই হামলার সঙ্গে তারা জড়িত নয় এবং মার্কিন লোকজন বা স্বার্থে ইরান যাতে আঘাত না করে, সে বিষয়ে হুঁশিয়ার করেছে। তবে ইরান বলেছে, ওয়াশিংটনকে এই হামলার জন্য দায়ী করা হবে।

এদিকে ইসরায়েল বলেছে, শুক্রবারের (১৩ জুন) বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে নিয়োজিত বিমানবাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এ ছাড়া ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাসহ মোট ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামলার জবাব দিতে ইরান প্রায় ১০০টি ড্রোন পাঠায়, তবে সেগুলো ইসরায়েলের মাটিতে আঘাত করার আগেই আকাশে নিষ্ক্রিয় করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘনের কারণে বেশকিছু ড্রোন তারা ভূপাতিত করেছে।

হামলার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলের হামলায় মারা গেছে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, হামলায় ৯৫ জন লোক আহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন বলে আগেই নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনার পরপরই আয়াতুল্লাহ আলি খামেনি ওই দুই বাহিনীর শীর্ষ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সাম্য হত্যা মামলায় কবুতর রাব্বি ও মেহেদী রিমান্ডে

brs@admin

‘গহীন অতল’ ওয়েব সিনেমায় মৌ

News Desk

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্তে বাংলাদেশের আলোচনা অব্যাহত

brs@admin

শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »