শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদ

২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করলো মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ স্থান থেকে ২৯৭ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।
মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত দৈনিক ‘নিউ স্ট্রেইঁট টাইমস’ এ খবর জানায়।
মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ স্থান থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। গত মঙ্গলবার বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।
পেনাং অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বায়ান লেপাসের একটি গাড়ি পার্কিং নির্মাণস্থলে অভিযান পরিচালনা করে মোট ৫২০ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। এরমধ্যে ৩১৪ জনকে অবৈধ অভিবাসন-সংক্রান্ত অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশি নাগরিক।
আটককৃতদের মধ্যে আরো রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ২ জন, ভারতের ১ জন ও ইন্দোনেশিয়ার ১ জন। সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানকালে কোনো নারী, শিশু বা নিয়োগদাতাকে আটক করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিযান পরিচালনায় অংশ নেয় সাঁজোয়া যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মালয়েশিয়ার নির্মাণ, পরিষেবা ও কৃষিখাতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিনের। তবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা অভিবাসীদের ধরতে সাম্প্রতিক সময়ে অভিযানে আটকদের অনেককেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। সাম্প্রতিক সময়ে মালয়েশীয় সরকার অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। 
পেনাং অভিবাসন বিভাগ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাসের

News Desk

বৃটিশ সাপ্তাহিক ‘দ্যা উইক’ ম্যাগাজিনের কাভার স্টোরিতে তারেক রহমান

brs@admin

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk

৪৫ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

brs@admin

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি

brs@admin

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল

brs@admin
Translate »