শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

রোগী ভাগিয়ে নেওয়া ৭ দালালকে কারাদণ্ড

রাজধানীর শেরে-বাংলা নগরে বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ৭ দালালকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর শেরে-বাংলা নগরে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়াসহ চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে সাত দালালকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ জুন) বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান। অভিযান শেষে আটক দালালদের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেন।

অভিযান শেষে আবুল হোসেন বলেন, আমরা সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউটসহ পার্শ্ববর্তী সরকারি হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছি। অভিযানে নারীসহ বেশ কয়েকজন দালালকে আমরা হাতেনাতে ধরেছি। এর মধ্যে দু-একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তারা দালাল না। এছাড়া বাকি সাত দালালকে আমরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি।

সরকারি হাসপাতালগুলোতে দালাল নির্মূলে নতুন কোনো পরিকল্পনা আছে কি না- এমন এক প্রশ্নে তিনি বলেন, এটা আসলে রিসার্চের বিষয়, যে দালাল থেকে সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করা যায়।

দালালচক্র রোগী ভাগিয়ে যে হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো চিন্তাভাবনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমাদের বর্তমান চলমান অভিযানটি শুধু দালালদের বিরুদ্ধে। এছাড়া যেসব ক্লিনিক ও হাসপাতাল এর সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যায় কি না সে বিষয়ে চিন্তা-ভাবনা করছি।

Related posts

এই বাজেটের সঙ্গে শেখ হাসিনার বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

brs@admin

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের

News Desk

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

brs@admin

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় প্রকাশ

brs@admin

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি

brs@admin

ঢাকা সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk
Translate »