শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

ফিলিস্তিনের জন্য কাঁদছে মানুষের হৃদয়। মানবিকতার টানে যার যার অবস্থান থেকে নিপীড়িত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াচ্ছে ব্যক্তি থেকে সংগঠন। ধ্বংসপ্রায় ফিলিস্তিনে শিশুদের আর্তনাদ নাড়া দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানকে। সেসব শিশুদের পাশে দাঁড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

পিএসএলে মুলতানের ম্যাচগুলোতে দলের খেলোয়াড়রা ব্যাট হাতে যতগুলো ছক্কা মারবে এবং বোলাররা যত উইকেট নেবেন, তার জন্য এক লাখ পাকিস্তানি রুপি করে দেবে মুলতান কর্তৃপক্ষ। প্রতি ছক্কা ও উইকেটের জন্য সমান এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির মালিক আলী খান তারিন। এটি অব্যাহত থাকবে গোটা আসরে মুলতানের সব ম্যাচে।

করাচি কিংসের বিপক্ষে শনিবার (১২ এপ্রিল) মাঠে নামে মুলতান। ম্যাচে মুলতানের ব্যাটাররা ছক্কা মারেন ৯টি। বল হাতে তুলে নেন করাচির ৬ উইকেট। প্রথম ম্যাচ শেষে উঠেছে মোট ১৫ লাখ রুপি। গ্রুপ পর্বে আরও ৯টি ম্যাচ খেলবে মুলতান। অনুদানের অর্থ নিঃসন্দেহে বাড়বে প্রতি ম্যাচেই।

মুলতানের মালিক আলী খান বলেছেন, ‘আমরা (মুলতান সুলতান) বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মটা (খেলার মাধ্যমে) ইতিবাচক ভাবে কাজে লাগাতে পারব। আশা করি সামান্য এই চেষ্টা আরও বড় পদক্ষেপে কাজ করার শক্তি দেবে। আমরা গর্বিত এটি শুরু করতে পেরে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জয়ার ‘ডিয়ার মা’, মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে

News Desk

মার্কিন স্বার্থে মানবাধিকার মিশন খুলতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

News Desk

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি

brs@admin

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবো না : তাসনিম জারা

brs@admin

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

News Desk
Translate »