শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পান তামিম। চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, ২৫ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রাথমিকভাবে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত একটি এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক। তাৎক্ষণিকভাবে সেই ব্লক করা রক্তনালীতে স্টেন্ট পরানো হয়।

পরবর্তীতে অবস্থার উন্নতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কয়েকদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠায় এবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

News Desk

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

brs@admin

আবদুল হামিদ এর বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

News Desk

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk
Translate »