প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ বদলাতে চাইলে, পরিবর্তন আনতে চাইলে, দেশ পরিচালনার পদ্ধতি বদলাতে হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে দেওয়া বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে, একই নিয়মে সব সময় চলে না। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাদের মাঝেই অনুপ্রেরণা।
নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো।
ড. মুহাম্মদ ইউনুস বলেন, নতুন সভ্যতা গড়তে চাকুরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। পরিবর্তন আনতে হলে পদ্ধতি বদলাতে হবে, প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয়।
ব্যাংকক সফর নিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান গতকাল বুধবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে বলেন, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে—১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।
সফরে প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
বিআরএসটি/জেডএইচআর