ইউক্রেনে হামলা চালানোর সময় পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করার পর এবার রোমানিয়ায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির মন্ত্রণালয় জানায়, শনিবার রাতে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং এটিকে অনুসরণ করার জন্য দুটি এফ-১৬ যুদ্ধবিমান এবং দুটি ইউরোফাইটার পাঠানো হয়। এই ঘটনায় নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। পরে রোমানিয়ার চিলিয়া ভেচ গ্রামের কাছে ড্রোনটি ‘রাডার থেকে অদৃশ্য’ হয়ে যায়।
রোমানিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইওনুত মোস্তেনু বলেছেন, ‘দেশের আকাশসীমা ছেড়ে যাওয়ার আগেই এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা ড্রোনটিকে ভূপাতিত করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’
তিনি আরও জানান, সম্ভাব্য ড্রোনের যন্ত্রাংশ খুঁজে বের করার জন্য হেলিকপ্টারগুলো সীমান্তের কাছাকাছি এলাকায় অভিযান চালাবে। বেসরকারি টেলিভিশন স্টেশন অ্যান্টেনা-৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইওনুত মোস্তেনু বলেন, এই মুহূর্তের সমস্ত তথ্য ইঙ্গিত করে যে ড্রোনটি রোমানিয়ার আকাশসীমা ছেড়ে ইউক্রেনে চলে গেছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ড্রোনটি রোমানিয়ার ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল এবং প্রায় ৫০ মিনিট ধরে ন্যাটোর আকাশসীমায় অবস্থান করছিল।’
তিনি অভিযোগ করে বলেন, ‘রাশিয়ান সামরিক বাহিনী ঠিক জানে যে তাদের ড্রোনগুলো কোথায় যাচ্ছে এবং কতক্ষণ তারা আকাশে কাজ করতে পারে। এটি রাশিয়ার দ্বারা যুদ্ধের একটি স্পষ্ট সম্প্রসারণ এবং তারা ঠিক এভাবেই কাজ করে।’ এই কারণে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার কথা বলেন।
এদিকে, রোমানিয়ার আকাশসীমায় ড্রোন প্রবেশের নিন্দা জানিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড জানিয়েছেন, ‘ন্যাটো মিত্র এবং ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে সুইডেন রোমানিয়ার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।’
এর আগে, গত সপ্তাহে পোল্যান্ড তাদের আকাশসীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত করেছিল। এটি ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ন্যাটো মিত্রদের দ্বারা প্রথমবারের মতো গুলি চালানোর ঘটনা। এর পরই ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দেয় ন্যাটো।
সূত্র: আল জাজিরা
বিআরএসটি / জেডএইচআর