যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু ও জাকসুর ভিসি এবং প্রক্টর জামায়াতের। এজন্য এই নির্বাচন কলুষিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জে জেলা যুবদলের আয়োজনে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুল মোনায়েম মুন্না বলেন, ৫ আগস্টের পর শিক্ষাঙ্গনের এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে ছিল। কিন্তু এই নির্বাচন একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জয়লাভ করেছে তারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও পরাজিত করেছে জামায়াত।
যুবদল সভাপতি বলেন, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে প্রত্যেকটি প্যানেল এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি, স্বতন্ত্র ও উমামা প্যানেল ঘৃণাভরে প্রত্যাখান করেছে। গতকাল জাকসু নির্বাচনে একই কাজ করার চেষ্টা করেছে তারা। ছাত্রদল ভোট বর্জন করেছে। দুটো নির্বাচনের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যায়নি ছাত্রদল।
তিনি আরও বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনে আমরা মনে করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিএনপির নেতাকর্মীরা সঠিকভাবে রাজপথে থেকে ভোটকেন্দ্র পাহারা দিবো।
বিআরএসটি/এসএস
