28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদবিনোদনশিরোনাম

ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা বিশ্বের ১৮০০ শিল্পীর

প্যালেস্টাইনে দুই বছর ধরে নৃসংশ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বর্বরতায়। গোটা বিশ্বের আহবানেও থামেনি এই দখলদার বাহিনী। এবার ফিলিস্তিনের ওপর বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিলো সারা বিশ্বের ১৮০০ শিল্পী।
হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১,৮০০ শিল্পী ঘোষণা দিয়েছেন—ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না তারা।
যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না।
এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।
‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে—এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরায়েলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।
বয়কটের ডাক দেয়া তারকাদের তালিকায় রয়েছে, এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ। এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

ইন্দুরকানীতে দুই ডাকাত গ্রেফতার

News Desk

নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে কিছু রাজনৈতিক দল: দুদু

brs@admin

ডাকসু নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

News Desk

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি

News Desk

সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি : নুর

News Desk
Translate »