রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বাণিজ্যে শুল্ক ছাড় নিয়ে নতুন আদেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার কিছু দেশ শিল্প রফতানি খাতে শুল্ক ছাড় পাবে। এর আওতায় থাকছে- নিকেল, স্বর্ণ ও অন্যান্য ধাতু, ওষুধের উপাদান এবং রাসায়নিক দ্রব্য। এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সাত মাসে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে বড় ধরনের শুল্ক বৃদ্ধি করেন। তার মূল উদ্দেশ্য মার্কিন বাণিজ্য ঘাটতি কমানো এবং আলোচনায় অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায় করা।

তবে তার সর্বশেষ আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোক্যাল’ বা পারস্পরিক চুক্তি করা মিত্র দেশগুলো ৪৫টিরও বেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাবে। এসব চুক্তি সেকশন ২৩২ ন্যাশনাল সিকিউরিটি আইন অনুযায়ী ট্রাম্প আরোপিত শুল্ককেও প্রভাবিত করবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই ছাড় স্থানীয় সময় রোববার দিবাগত মধ্যরাত ১২টা ০১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।

কোন কোন খাতে ছাড়?

এমন পণ্য, যা যুক্তরাষ্ট্রে উৎপাদনযোগ্য নয় বা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব নয়। এর মধ্যে আছে- কৃষিপণ্য, বিমান ও যন্ত্রাংশ, এবং ফার্মাসিউটিক্যালসের জন্য ব্যবহৃত কিছু নন-পেটেন্টেড উপাদান। গ্রাফাইট, বিভিন্ন ধরনের নিকেল (স্টেইনলেস স্টিল ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য গুরুত্বপূর্ণ)। সাধারণ ওষুধে ব্যবহৃত যৌগ, যেমন লিডোকেইন (অ্যানাস্থেটিক) ও মেডিকেল টেস্টে ব্যবহৃত রিএজেন্ট। বিভিন্ন ধরনের স্বর্ণের আমদানি (পাউডার, পাতলা পাত, বুলিয়ন), বিশেষ করে সুইজারল্যান্ড থেকে আসা স্বর্ণ। এর ওপর এখনো মার্কিন শুল্ক ৩৯ ভাগ বহাল আছে। প্রাকৃতিক গ্রাফাইট, নিয়োডিমিয়াম ম্যাগনেট, এলইডি। তবে একইসঙ্গে নির্দিষ্ট কিছু প্লাস্টিক ও সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য জরুরি পলিসিলিকন আমদানিতে বিদ্যমান ছাড় বাতিল করা হয়েছে।

আদেশে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কতটা শুল্ক কমাবে তা নির্ভর করবে- বাণিজ্য অংশীদার দেশটি কত বড় অঙ্গীকার করছে। মার্কিন অর্থনৈতিক স্বার্থে এর কতটা মূল্য আছে এবং জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে তার ওপর।

নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি করে, তবে বাণিজ্য প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস আলাদা কোনো প্রেসিডেন্টের আদেশ ছাড়াই ওই দেশের আমদানির ওপর শুল্ক ছাড় দিতে পারবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সমাবেশ উপলক্ষ্যে ডিএমপির সঙ্গে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধি দল

News Desk

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের

brs@admin

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin

মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ইউনূস : রাশেদ খান

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের ফাঁসি কার্যকর : বিচার বিভাগ

brs@admin

রাজশাহী জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

brs@admin
Translate »